You have reached your daily news limit

Please log in to continue


মজুরিতে মার খাচ্ছে শ্রমিক

মেহেরপুরের গাংনীর নওপাড়া গ্রামের মো. শামসুল হক। অটোভ্যান চালিয়ে দৈনিক আয় করেন ৫-৬শ টাকা। এই আয় দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। শামসুল বলেন, ‘যেভাবে জিনিসের দাম বাড়তি আয়-ইনকাম তো সেভাবে বাড়ে না।’

রাজবাড়ী সদরের কলোনিপাড়া এলাকার বাসিন্দা বাহারুল ইসলামের অবস্থাও প্রায় একই। মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় রিকশার গ্যারেজে থাকেন। বাড়িতে দুই মেয়ে ও স্ত্রী। দৈনিক ১৩০ টাকা রিকশার জমা, ১২০ টাকা দুই বেলার খাওয়ার খরচ ও পকেট খরচ বাদ দিলে বাড়িতে পাঠানোর মতো বেশি টাকা থাকে না। সীমিত আয় দিয়ে সংসারের ব্যয় মিটছে না জানিয়ে বাহারুল বলেন, ‘খুব কষ্টে জীবন যায়। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেভাবে আয় বাড়ে না। স্ত্রী-সন্তান নিয়ে টানাটানির মধ্যে চলি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন