কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অতিরিক্ত গরমে গাড়ি চালানোর আগে যেসব মানতে হবে

প্রথম আলো প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ২০:৪২

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ বছরের তাপপ্রবাহ ইতিমধ্যে ৭৬ বছরের রেকর্ড ভাঙলেও জীবিকার প্রয়োজনে বাধ্য হয়েই প্রতিদিন রাস্তায় গাড়ি নিয়ে বের হচ্ছেন অনেকে। অতিরিক্ত গরম ও তাপের কারণে গাড়িতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর তাই এ বিষয়ে সচেতন না হলে চলতি পথে গাড়িতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত গরমের কারণে গাড়ির বিভিন্ন সমস্যা ও সেগুলো সমাধানের কৌশল জেনে নেওয়া যাক।


ইঞ্জিন অতিরিক্ত গরম
গাড়ি চলার সময় ইঞ্জিন গরম হয়ে যাওয়া স্বাভাবিক। তবে প্রতিটি গাড়ির ইঞ্জিনেই গরম সহ্য করার নির্দিষ্ট মাত্রা আছে। গ্রীষ্মকালে গাড়ি চালানোর সময় ইঞ্জিন স্বাভাবিকভাবেই অতিরিক্ত গরম হয়ে যায়। ফলে তীব্র তাপপ্রবাহের সময় ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে গাড়ির কুলিং সিস্টেম তা নিয়ন্ত্রণ করতে পারে না। এমনকি অতিরিক্ত গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে অনেক সময় গাড়িতে আগুনও ধরে যায়। আর তাই গাড়ি চালানোর আগে অবশ্যই থার্মোস্ট্যাট বা রেডিয়েটর ফ্যান ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করতে হবে।





সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও