গরমের মধ্যেও ছুটে বেড়াচ্ছেন মোদী, রোজ করছেন ৪ জনসভা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ২০:১৬
কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে গোটা ভারত। ভয়াবহ তাপপ্রবাহ চলছে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে। কোথাও কোথাও দিনের তাপমাত্রা উঠে যাচ্ছে ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এর মধ্যেও থেমে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারণা। তীব্র গরমের মধ্যেই প্রতিদিন চারটি করে জনসভা করছেন তিনি, ভ্রমণ করছেন গড়ে সাড়ে তিন হাজার কিলোমিটার।
উদাহরণস্বরূপ, সোমবার (২৯ এপ্রিল) ভারতীয় প্রধানমন্ত্রীর চারটি নির্ধারিত জনসভা রয়েছে। এর মধ্যে একটি কর্ণাটকে এবং তিনটি মহারাষ্ট্রে। তার দিন শুরু হবে কর্ণাটকের বাগালকোটে। এরপর মহারাষ্ট্রের সোলাপুর, সাতারা এবং পুনেতে জনসভা করবেন তিনি। সারাদিন মোটামুটি ৩ হাজার ৬৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবেন নরেন্দ্র মোদী।