লক্ষ্মীপুরের রামগঞ্জের বিলটি যেন ছিন্নভিন্ন খনি
দেখে বোঝার উপায় নেই, এটা কোনো ফসলি জমি। সেখানে এখন পুকুরের পর পুকুর। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ও ভাদুর ইউনিয়নের পাঁচ গ্রাম নিয়ে একটি বিলের দৃশ্য এটি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত চার বছরে ২০০ একরের বেশি আয়তনের এই বিলে খনন করা হয়েছে দুই শতাধিক পুকুর। এর মধ্যে চলতি বছরই খনন করা হয়েছে ৩০টি। আর এসব পুকুরের মাটি নেওয়া হচ্ছে আশপাশের ইটভাটায়।