গরমেও কি ব্যায়াম করা যাবে
প্রচণ্ড তাপপ্রবাহ ও অসহনীয় গরমে জনজীবনে দুর্বিষহ অবস্থা। এর মধ্যে আবার ব্যায়াম! কিন্তু এ গরমেও সুস্থ থাকতে ব্যায়াম করতেই হবে। ডায়াবেটিস, হৃদ্রোগ, স্থূলতা বা রক্তে বাড়তি চর্বির রোগীদের ব্যায়াম ব্যাহত হলে ক্ষতির আশঙ্কা থাকে। তাই ব্যায়ামের বিকল্প নেই। শরীর সুস্থ রাখতে বছরের যেকোনো সময় নিয়মিত ব্যায়াম করতেই হবে।
গ্রীষ্মকালীন ব্যায়াম বলে কিছু নেই। সাধারণত যেসব ব্যায়াম করেন, সেগুলোই এ সময় করতে পারেন। তবে গরমের সময় দুপুরে বা রোদে ব্যায়াম করা ঠিক নয়। প্রচণ্ড গরমে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন ইত্যাদি সমস্যা দেখা দেয়। এ সময় ব্যায়াম করলে ঘাম বেশি হয়। তাই ব্যায়াম বা হাঁটার জন্য ভোর বা সন্ধ্যা বেছে নিন।
যা করতে পারেন
● বাইরে না গিয়ে বাড়িতেও হালকা ব্যায়াম করতে পারেন। প্রতিদিন নির্দিষ্ট সময় কমপক্ষে ১০ মিনিট দড়িলাফ দিতে পারেন। দিন দিন সময় আরও বাড়িয়ে দিন। কম সময়ের জন্য সহজ ব্যায়াম এটি।
● বাসায় নিয়ম করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন।
● কোনো শপিং মল বা মার্কেটেও ঘুরতে যেতে পারেন। সেখানে কিছু পছন্দের বা প্রয়োজনীয় জিনিসপত্রও কেনা হবে, আবার ব্যায়ামও
হয়ে যাবে।