৭ বছর পর জানা গেল জলহস্তীটি পুরুষ নয়, স্ত্রী
জাপানের একটি চিড়িয়াখানায় সাত বছর ধরে একটি জলহস্তীকে পুরুষ বলে মনে করা হচ্ছিল। এখন জানা গেল যে এটি আসলে স্ত্রী জলহস্তী।
চিড়িয়াখানার তত্ত্বাবধায়কেরা খেয়াল করে দেখলেন, ১২ বছর বয়সী জেন–চ্যানের মধ্যে কোনো ধরনের পুরুষালি আচরণ দেখা যাচ্ছে না। এরপরই প্রাণীটির ডিএনএ টেস্ট করা হয়।
মেক্সিকো থেকে ২০১৭ সালে জেন–চ্যানকে ওসাকায় আনা হয়। তার সঙ্গে যেসব নথিপত্র দেওয়া হয়েছিল, সেখানে এটিকে পুরুষ জলহস্তী বলে উল্লেখ করা হয়।
- ট্যাগ:
- জটিল
- বিচিত্র তথ্য
- জলহস্তী