বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি নেই: যুক্তরাষ্ট্র
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ১১:৪৩
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি ২০২৩ সালে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তথা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত মানবাধিকার প্রতিবেদন-২০২৩ এ এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বছরজুড়ে (২০২৩ সালে) বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। এতে আরও বলা হয়, বাংলাদেশে নির্বিচার বা বেআইনি বিচারবহির্ভূত হত্যা, গুম, সরকারের নির্যাতন বা নিষ্ঠুর, অমানবিক, অবমাননাকর আচরণ ও শাস্তি; কারাগারের করুণ অবস্থা, নির্বিচারে গ্রেপ্তার বা আটক ইত্যাদিসহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য খবর আছে।