মর্যাদার মিলান ডার্বি জিতলেই শিরোপা পাবে ইন্টার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪, ১৬:১৪
নব্বইয়ের দশক তো বটেই, এক যুগ আগেও ইতালিয়ান সিরি ‘আ’ এর দাপট ছিল চোখে পড়ার মতোই। দেশটির দুই ঐতিহ্যবাহী ক্লাব ইন্টার মিলান এবং এসি মিলানের মধ্যেকার মিলান ডার্বি ছিল সমর্থকদের কাছে সবচেয়ে প্রত্যাশিত এক লড়াই। ইতালিয়ান লিগের আগের সেই জৌলুশ হারিয়েছে। ইন্টার মিলান এবং এসি মিলানও পেরিয়ে এসেছে নিজেদের সোনালি দিনগুলো।
তবু মিলান ডার্বি আসে। ইতালির বিখ্যাত মিলান শহরটা আগে থেকেই ফুটবল, শিল্পম সাহিত্যের পূজারি। মিলান ডার্বির রাতে সেখানে আরও বাড়তি রঙ ছড়ায়। শহর ভাগ হয়ে যায় দুই ভাবে। কেউ রোজোনেরি তো কেউ নেরাজ্জুরি।