You have reached your daily news limit

Please log in to continue


শাহরুখ খানের এই সিগনেচার পোজ সম্পর্কে কতটা জানেন

শাহরুখ খান। বলিউডের বাদশাহ। বয়স ৫৮ বছর। কয়েক দশক ধরে আমাদের মুগ্ধ করে চলেছেন অভিনয় তো বটেই, তাঁর অনবদ্য হাসি দিয়েও। সেই সঙ্গে দুই হাত প্রসারিত করে আলিঙ্গনে আবদ্ধ করার আইকনিক পোজ দিয়ে মাতিয়ে রেখেছেন তাঁর ভক্তদের। যেকোনো উৎসবে মুম্বাইয়ে তাঁর বাড়ি মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে আলিঙ্গনের আহ্বানে যখন শাহরুখ দুই হাত প্রসারিত করেন, তখন হাজার হাজার ভক্তের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ওঠে। দিনের পর দিন তিনি এভাবে নিজেকে ভক্তদের সামনে উপস্থাপন করে চলেছেন।

বলা যায়, এটা তাঁর সিগনেচার পোজও। শাহরুখ খানের সঙ্গে এই পোজ এখন যেন সমার্থক। এই পোজ তাঁকে বিশ্বব্যাপী ভক্তদের কাছে জনপ্রিয় করে তুলেছে।
পর্দায় শাহরুখ খানের ইশারা, অঙ্গভঙ্গি, রোমান্সের প্রকাশ, উচ্ছ্বাস, উল্লাস, স্বতঃস্ফূর্ততা—এমনকি সাধারণ চলাফেরাও বিশ্বব্যাপী বলিউডের জাদুকরি এক প্রতীক হয়ে উঠেছে যেন। তবে কখন, কীভাবে প্রথম শাহরুখ খান শুরু করলেন এই পোজ দেওয়া, সেই প্রশ্ন জাগাটাই স্বাভাবিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন