![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-04%2F55d42716-ef8c-40e7-8385-fd9054ac2a93%2Fcole_palmar_guardiola_200424_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
পালমারকে ছাড়ার ইচ্ছে ছিল না গুয়ার্দিওলার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১৬:০৯
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩টি। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন কোল পালমার। এফএ কাপের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির জন্য বড় চ্যালেঞ্জ হবে চেলসির এই উইঙ্গারকে সামলানো। অথচ এই পালমার এখনও থাকতে পারতেন সিটির অস্ত্র। তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না পেপ গুয়ার্দিওলার। ম্যানচেস্টার সিটি কোচের দাবি, দুই মৌসুম ধরে তরুণ এই ফুটবলারের ক্রমাগত চাওয়াতেই তাকে ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।
ম্যানচেস্টার সিটির একদম ঘরের ছেলেই ছিলেন পালমার। আট বছর বয়সে ম্যানচেস্টার সিটির একাডেমিতে যোগ দেওয়ার পর এখানেই বেড়ে ওঠেন তিনি। ২০২০ সালে মূল দলের হয়ে অভিষেক হয় তার। তবে তারকায় ঠাসা দলে মাঠে নামার সুযোগ খুব একটা পাচ্ছিলেন না তিনি। অভিষেক থেকে তিন মৌসুম মিলিয়ে সিটির জার্সিতে ২০টি ম্যাচও তার খেলা হয়নি।