You have reached your daily news limit

Please log in to continue


ক্যামেরা আসক্তি নিয়ে প্রাপ্তবয়স্কদের সিনেমা

যাপিত জীবনের কিছুই আজকাল আর গোপন থাকে না। সামাজিক যোগাযোগমাধ্যম যেন মানুষের ভার্চ্যুয়াল দিনলিপি; যেখানে আড়াল বলতে কিছু নেই। বাড়িতে, অফিসে এমনকি ঘুরতে গিয়েও কে কী করছে, তার বিস্তারিত প্রদর্শনীর মঞ্চ যেন ফেসবুক বা ইনস্টা ফিড। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আসক্তি আর ক্যামেরার প্রতি দাসত্ব নিয়ে দিবাকর ব্যানার্জির নতুন ছবি ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’ বা ‘এলএসডি ২’। এ সময়ের আলোচিত এই হিন্দি ছবি আজ মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। মুক্তির পর থেকে সমালোচকদের ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘এলএসডি ২’।

দিবাকর ব্যানার্জি হিন্দি সিনেমার নির্মাতাদের মধ্যে সমীহজাগানিয়া এক নাম। অনেকে তাঁকে এ সময় ভারতের অন্যতম সেরা পরিচালক মনে করেন। দুই দশকের ক্যারিয়ারে মাত্র সাতটি সিনেমা বানিয়েছেন দিবাকার, তবে তাঁর প্রতিটি সিনেমাই দর্শক-সমালোচকদের জন্য উসকে দিয়েছে নতুন চিন্তার খোরাক। কখনো তৈরি করেছে প্রবল বিতর্ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন