পাসওয়ার্ড শেয়ারিং বন্ধে আয় বেড়েছে নেটফ্লিক্সের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১৩:৪২
জনপ্রিয় স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের মুনাফা বেড়েছে চলতি বছরের প্রথম তিন মাসে।
ব্যবহারকারীদের পাসওয়ার্ড শেয়ারিংয়ের সুযোগ গত বছর থেকে বন্ধের কারণে বিশেষ করে প্রতিষ্ঠানটির আয়ে এই উল্লম্ফন বলে বিবিসি জানিয়েছে।
নেটফ্লিক্স বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে নতুন করে তাদের ৯৩ লাখ গ্রাহক যুক্ত হয়েছে। সব মিলিয়ে নেটফ্লিক্সের গ্রাহক এখন ২৭ কোটি।
গ্রাহক সংখ্যা বাড়ার পাশাপাশি এ বছরের প্রথম প্রান্তিকে ২৩০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জন করেছে মার্কিন এই স্ট্রিমিং জায়ান্ট। তবে আগামী বছর থেকে তারা আর ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করবে না।