কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দখলদারদের পেটে গাজীপুরের বনাঞ্চল

www.ajkerpatrika.com গাজীপুর প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১০:১৪

গাজীপুর সদর উপজেলার মণিপুর এলাকায় সিরামিকস পণ্যের বিশাল এক কারখানা গড়েছেন কোরিয়ার নাগরিক সেন চিংহু। সান পাওয়ার সিরামিকস লিমিটেড নামের এই কারখানার পুরোটাই গড়ে উঠেছে সংরক্ষিত বনভূমিতে।


শুধু এই কারখানা নয়, রাজধানীর পাশে গাজীপুরে এভাবেই দেশি-বিদেশি শিল্পকারখানা, রিসোর্ট, পিকনিক স্পটসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ১২ হাজার একরের বেশি বনভূমি জবরদখল করা হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। অথচ এই আগ্রাসন ঠেকাতে কার্যকর কোনো উদ্যোগ নেই বন বিভাগের।


খোঁজ নিয়ে জানা যায়, সান পাওয়ার সিরামিকস কারখানাটি বোকরান মণিপুর মৌজায় সিএস ৪২৮ নম্বর দাগে শূন্য দশমিক ৫৮ একর সংরক্ষিত বনভূমি দখল করেছে। এ ছাড়া সিএস ৫৯৮ নম্বর দাগে ৫ দশমিক ৫৭ একর অন্য বনভূমি দখল করে বানানো হয়েছে ভবন ও সীমানাপ্রাচীর। এসব বনভূমি উদ্ধার করতে ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালে পিওআর মামলা ও উচ্ছেদ মোকদ্দমার প্রস্তাব পাঠানো হয়। কিন্তু এসবেরও কোনো হালনাগাদ তথ্য মেলেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও