এবার ফোনের ইয়ারবাডেও আসছে চ্যাটজিপিটি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪, ১৫:১৭
এবার নিজস্ব স্মার্টফোন ও ইয়ারবাডে চ্যাটজিপিটি’র প্রযুক্তি আরও ঘনিষ্ঠভাবে যোগ করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ ফোন নির্মাতা ‘নাথিং’।
এ পদক্ষেপ কোম্পানিটির গ্রাহক সেবায় দ্রুত প্রবেশের সুযোগ দেবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।
“নতুন এ সুবিধার মাধ্যমে নাথিং অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ও চ্যাটজিপিটি ইনস্টল করা নাথিং ফোনে ‘পিঞ্চ-টু-স্পিক’-এর সুযোগ পাবেন ব্যবহারকারীরা, যার মাধ্যমে নাথিংয়ের ইয়ারবাড থেকেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই টুলটির সঙ্গে কথোপকথন চালানো যাবে,” এক ব্লগ পোস্টে লিখেছে কোম্পানিটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইয়ারবাড
- চ্যাটজিপিটি