![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-04%2F21fb7169-6752-473f-aa5f-5d3f05cd36d5%2Fsishu_hospital_fire_190424_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
ঢাকায় শিশু হাসপাতালে আগুন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪, ১৫:০৯
ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শুক্রবার পৌনে বেলা ২টার দিকে হাসপাতালের আট তলা একটি ভবনের পঞ্চম তলায় কার্ডিয়াক বিভাগে আগুনের সূত্রপাত হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঢাকা
- আগুন
- শিশু হাসপাতাল