অ্যাটলাস রোবটের ‘অল-ইলেক্ট্রিক’ সংস্করণ কতটা কাজের?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ১৬:৪৩
মানবাকৃতির রোবট অ্যাটলাসের ‘অল-ইলেক্ট্রিক’ বা বৈদ্যুতিক সংস্করণ কেমন হবে, তা দেখাল মার্কিন কোম্পানি বস্টন ডাইনামিক্স।মঙ্গলবার নতুন মডেলটি উন্মোচনের একদিন আগে বস্টন ডাইনামিক্স ঘোষণা দেয়, তারা অ্যাটলাস মডেলের ‘হাইড্রোলিক’ সংস্করণটি অবসরে পাঠাচ্ছে।
অ্যাটলাস তৈরির প্রাথমিক লক্ষ্য ছিল তল্লাশি ও উদ্ধারের কাজে নিয়োজিত রোবট হিসেবে ব্যবহার করা। তবে, বস্টন ডাইনামিক্সের দাবি, বাস্তব জগতের কাজ করার বিষয়টি মাথায় রেখে তাদের সর্বশেষ মডেলটি নকশা করা হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন সংস্করণ
- রোবট
- রোবটের বিবর্তন