![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-07%252F13f8fe33-d97c-40b2-a4f3-710869b94a98%252FAir_Pollution_Dhaka.webp%3Frect%3D1%252C0%252C639%252C426%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকাতেও বায়ুদূষণ ৯ বছরের মধ্যে সর্বোচ্চ
প্রথম আলো
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১৫:১৯
ঈদুল ফিতরের ছুটির সময় রাজধানী ঢাকা ছিল অনেকটাই ফাঁকা। যান চলাচল তেমন ছিল না। কলকারখানা বন্ধ ছিল। প্রতিবছরের মতো এবারের ঈদে ঢাকা ছেড়েছিলেন অনেক মানুষ। তারপরও এবার ঈদুল ফিতরের ছুটির পাঁচ দিনে রাজধানীর বায়ুদূষণ ছিল গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ক্যাপস প্রতিদিন বায়ুদূষণের অবস্থা পর্যবেক্ষণ করে।