ইনস্টাগ্রাম পোস্টের লাইক লুকিয়ে রাখবেন যেভাবে
ইনস্টাগ্রামে অনেকেই নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করেন। এসব পোস্টে অন্যরা প্রতিক্রিয়া জানান এবং মন্তব্য করেন। তবে পোস্টে লাইকের সংখ্যা কম হলে মনে কষ্ট পাওয়ার পাশাপাশি বিব্রতও হন কেউ কেউ। তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা অন্যদের কাছে লুকিয়ে রাখতে চান। ইনস্টাগ্রামে চাইলেই পোস্টের লাইক সংখ্যা লুকিয়ে রাখা যায়।
লাইক সংখ্যা লুকিয়ে রাখার জন্য স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করতে হবে। এরপর যে ছবি বা ভিডিও আপলোড করতে হবে, তা নির্বাচন করে ‘নেক্সট’ বাটনে ক্লিক করতে হবে। এবার ‘নিউ পোস্ট’–এর নিচে থাকা ‘অ্যাডভান্সড সেটিংস’ অপশন নির্বাচন করতে হবে। এরপর স্ক্রল করে ‘লাইক অ্যান্ড ভিউস’ অপশনের নিচে থাকা ‘হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্টস অন দিস পোস্ট’–এর পাশে থাকা টগলটি চালু করতে হবে। এবার গতানুগতিক পদ্ধতিতে ছবি বা ভিডিও পোস্ট করলে অন্য কেউ লাইক সংখ্যা দেখতে পারবেন না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- পোস্ট
- লুকিয়ে
- ইনস্টাগ্রাম