কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বর্ষায় ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আভাস

ঢাকা পোষ্ট ভারত প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১৩:৩৭

ভারতজুড়ে চলছে তীব্র দাবদাহ। কাঠফাটা রোদে সর্বত্র চলছে বৃষ্টির জন্য হাহাকার। এমন মুহূর্তে স্বস্তির খবর জানাল দেশটির কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এ বছর স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে সংস্থাটি। 


সোমবার (১৫ এপ্রিল) আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে ভারতজুড়ে স্বাভাবিকের চেয়ে ছয় শতাংশ বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর ভারতে গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ৮৭ শতাংশ।


আরও জানানো হয়েছে, এ বছর বর্ষার আগে ‘এল নিনো’ পরিস্থিতির প্রভাব তেমন না-ও থাকতে পারে। ‘লা নিনা’-ও দুর্বল থাকতে পারে। সচরাচর এমন পরিস্থিতি থাকলে, বৃষ্টিপাতের সহায়ক পরিবেশ তৈরি হয়। 


১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত কয়েক বছরের বর্ষার রেখচিত্র পর্যবেক্ষণ করে আইএমডি জানিয়েছে, ‘লা নিনা’ সক্রিয় ছিল এমন ২২টি বছরের মধ্যে ২০টিতে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছিল। ব্যতিক্রম ছিল কেবল ১৯৭৪ এবং ২০০০ সাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও