‘মেঘনা কন্যা’ এবার দেশজুড়ে শিল্পকলায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১৩:৩১
গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প এবং নারীপাচারকে কেন্দ্র করে তৈরি সিনেমা 'মেঘনা কন্যা' এবার প্রদর্শিত হবে জেলায় জেলায় শিল্পকলা একাডেমিতে।
ফুয়াদ চৌধুরীর পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আজাদ ফিল্মস এবং এস জে মোশনস পিকচার্স।
ঈদ উপলক্ষে সিনেমাটি স্টার সিনেপ্লেক্সসহ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
নির্মাতা ফুয়াদ চৌধুরী বলেন, "মেঘনা কন্যা বাংলাদেশের নারীপাচারকে কেন্দ্র করে সত্যকাহিনী অবলম্বনে নির্মিত সিনেমা।"