কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

না ফেরার দেশে ইংল্যান্ডের সফলতম টেস্ট স্পিনার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১৩:২০

টেস্টে ইংল্যান্ডের হয়ে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড ডেরেক আন্ডারউডের। সফলতম এই ইংলিশ স্পিনার বাইশ গজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন কয়েক যুগ আগেই। এবার ৭৮ বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে।


আন্ডারউডের মৃত্যুতে শোক জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে ইসিবি লিখেছে, 'ডেরেক আন্ডারউড দেশের সর্বকালের সেরা স্পিনারদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।'


১৯৬৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় আন্ডারউডের। ক্যারিয়ারের সবশেষ টেস্ট খেলেন তিনি ১৯৮২ সালে, শ্রীলঙ্কার সঙ্গে। দেশের হয়ে ৮৬টি টেস্ট খেলে নেন ২৯৭ উইকেট। ১৯৬৯ সালের সেপ্টেম্বর থেকে ১৯৭৩ সালের অগাস্ট পর্যন্ত আইসিসির টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন আন্ডারউড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও