টক-ঝাল বোরহানি
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪, ২১:১৮
                        
                    
                ভারী খাবারের সাথে বোরহানি না হলই নয়।
তাই রন্ধনশিল্পী মিতা খানমের সহজ রেসিপিতে তৈরি করে নিতে পারেন এই ঝাল-ঝাল পানীয়।
উপকরণ
- টক দই আধা কাপ
 - চিনি ১ টেবিল-চামচ
 - পানি পরিমাণ মতো
 - লবণ স্বাদ মতো
 - ধনেপাতা, পুদিনা-পাতা ও কাঁচামরিচ পেস্ট- সব মিলিয়ে ২ চা-চামচ
 - টেলে নেওয়া ধনিয়া, গোলমরিচ ও সরিষা গুঁড়া- সব মিলিয়ে ২ চা-চামচ
 
পদ্ধতি
- ব্লেন্ডারের জগে দই নিয়ে লবণ ও চিনি দিয়ে ব্লেন্ড করে নিন।
 - তারপর ধনেপাতা, পুদিনা-পাতা ও কাঁচামরিচ পেস্ট পেস্ট দিয়ে ব্লেন্ড করুন।
 - এবার সরিষা, ধনে ও গোঁলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
 - কয়েক টুকরা বরফ কুচি দিয়ে গ্লাসে বোরহানি পরিবেশন করুন।