কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নতুন জামায় এ রকম ছিদ্র হয় কীভাবে? এর সমাধান কী?

যে ধরনের পোকামাকড় কাপড় খেয়ে ফেলে
কাপড় খেয়ে ফেলা পতঙ্গগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবে মথ। তবে মথই একমাত্র কাপড় কাটা পতঙ্গ নয়। মথ যখন লার্ভা দশায় থাকে, তখনই কাপড়ের সবচেয়ে বেশি ক্ষতি করে। এ ছাড়া কাপড়ে ছিদ্র সৃষ্টি করা অন্য পতঙ্গগুলোর মধ্যে তেলাপোকা, গুবরেপোকা, ঝিঁঝিপোকা, সিলভারফিশ (ছোট পাখনাবিহীন পতঙ্গ, বইয়ের ভেতর অহরহ দেখা যায়) ইত্যাদি উল্লেখযোগ্য। এসব পতঙ্গ প্রধানত সুতি, লিনেন ও পশমি কাপড়ে আক্রমণ করে। খাওয়ার সময় খাবারের তেল-ঝোল ইত্যাদি কখনো কখনো পড়েই যায়।

পোকামাকড় কাপড়ে লেগে থাকা এসব তেল-ঝোল, দেহের ঘাম, তেল, মৃত ত্বক ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়। এ ছাড়া আলমারির যেসব পোশাক–আশাক দীর্ঘদিন পরা হয় না, সেসবেও পোকামাকড় বাসা বাঁধে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন