হারাচ্ছে গ্রামবাংলার ‘মেলা-বান্নি’, বৈশাখী আয়োজনও সংকুচিত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ০৯:১৫
‘ভাদুঘরের বান্নি’ এটি একটি মেলা; স্থানীয়দের কাছে এই নামেই পরিচিত। প্রতিবছর ১৪ বৈশাখ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামে তিতাস নদীর পাড়ে বসে ভাদুঘরের বান্নি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের হাঁকডাকে গমগম করে মেলা। প্রায় চরশ বছরের পুরনো এই ভাদুঘরের বান্নি শুধু ব্রাহ্মণবাড়িয়ারই নয়, দেশের বড় কয়েকটি মেলার একটি।
এই মেলা বা বান্নি ঘিরে গ্রামে উৎসবের আমেজ দেখা দেয় বৈশাখের শুরু থেকে। প্রচলিত আছে, একসময় এই বান্নিকে সামনে রেখে মেয়েরা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে আসত। এখনও আসে, তবে চিড়া কোটা, মুড়ি ভাজা আর আগের মতো হয় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় ভাদুঘরের সংস্কৃতিকর্মী জামিনুর রহমান ছোটবেলা থেকেই দেখে আসছ্নে এই মেলা। বাপ-দাদার মুখেও শুনেছেন এই মেলার কথা। তাই অল্প বয়স থেকে মেলাটির ইতিহাস জানার চেষ্টা করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বৈশাখী মেলা
- বাংলা বর্ষবরণ