কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আত্মবোধন-জাগরণের সুরবাণীতে নতুন বছরকে আবাহন

বিডি নিউজ ২৪ রমনা পার্ক প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ০৮:২৮

শান্ত স্নিগ্ধ রমনার সবুজ চত্বরে কেবল ভোরের আলো ফুটতে শুরু করেছে।


নতুন প্রভাতের নতুন আলোয় নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠান সাজিয়েছে সংস্কৃতি শিক্ষার প্রতিষ্ঠান ছায়ানট।


বৈশাখের প্রথম দিন ভোরে আহীরভৈরব রাগে শিল্পী মর্তুজা কবির মুরাদের বাঁশির সুরে শুরু হয় রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান।


পরে ছায়ানটের শিল্পীরা সম্মেলক কণ্ঠে শোনান 'আঁধার রজনী পোহালো'।


একক কণ্ঠে 'বিমল আনন্দে জাগো রে' শোনান সত্যম্ কুমার দেবনাথ এবং তানিয়া মান্নান শোনান 'তোমার সুর শুনায়ে'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও