পাখির বিবর্তন নিয়ে আমরা এতদিন ভুল জেনেছি?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪, ১৮:৪৪
পাখির বিবর্তন সম্পর্কে এতদিন ধরে যে প্রচলিত ধারণা, তা আসলে ভুল ছিল, এমনই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
এপ্রিলের ১ তারিখে প্রকাশিত নতুন এক গবেষণাপত্রে বিজ্ঞানীদের দাবি, সাড়ে ছয় কোটি বছর আগের এক ঘটনা পাখিদের প্রকৃত ইতিহাস সম্পর্কে তাদের বিভ্রান্তির মধ্যে রেখেছিল।
তাদের অনুসন্ধান বলছে, পাখির ক্রোমোজোমের একটি অংশ লাখ লাখ বছর ধরে হিমায়িত অবস্থায় ছিল, যা এর কাছাকাছি থাকা কোনও ডিএনএর সঙ্গেও মিশতে চায়নি, যেমনটি সাধারণত ঘটে থাকে।