২০২৪ সালেই যুদ্ধে হারতে পারে ইউক্রেন, কেমন হবে দৃশ্যপট?
ইউক্রেন ২০২৪ সালেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে যেতে পারে বলে মনে করছেন ব্রিটিশ জয়েন্ট ফোর্সেস কমান্ডের সাবেক কমান্ডার জেনারেল স্যার রিচার্ড ব্যারনস। তার মতে, ইউক্রেনের হয়তো অনুধাবন করতে শুরু করবে, তারা এই যুদ্ধে জিততে পারবে না।
‘আর যখন এটি সেই পর্যায়ে পৌঁছায়, মানুষ কেন আর লড়াই করতে চাইবে? কেন মরতে চাইবে অপ্রতিরোধ্যকে আটকানোর জন্য?’
ইউক্রেন এখনো সেই অবস্থানে পৌঁছায়নি। তবে তাদের বাহিনী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো গোলাবারুদ, সৈন্য ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চরম ঘাটতিতে ভুগছে। ইউক্রেনীয়দের বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে এবং রুশ বাহিনী এরই মধ্যে গ্রাষ্মকালীন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।