You have reached your daily news limit

Please log in to continue


টিভির স্ক্রিন পরিষ্কারের নিয়ম ও সরঞ্জাম

যাদের বাড়িতেই টিভি রয়েছে, টিভির স্ক্রিনের ওপরে ময়লায় পরত পড়ে থাকতে দেখেন সকলেই। তবে, স্ক্রিনের কোনো ক্ষতি না করেই স্ক্রিন পরিষ্কার কীভাবে করবেন তা নিয়েও থকতে হয় চিন্তায়। স্ক্রিন কিছুটা সতর্কতার সঙ্গেই পরিষ্কার করা উচিত।

পুরনো আমলের পিকচার টিউবওয়ালা টেলিভিশনের পর্দা কাঁচের তৈরি হত। তবে, আধুনিক ফ্ল্যাট-স্ক্রিনের ক্ষেত্রে, পর্দায় একটি বিশেষ আবরণ থাকে। আর বাসাবাড়ি পরিষ্কারের কাজে ব্যবহৃত বিভিন্ন স্প্রে বা সাবানের অ্যালকোহোল ও অ্যামোনিয়ার মতো রাসায়নিক পদার্থ এ আবরণের ক্ষতি করতে পারে বলে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট টেকরেডার।

টিভি স্ক্রিন পরিষ্কার করার সবচেয়ে ভাল ও নিরাপদ উপায় হল ‘ড্রাই’ বা শুষ্ক পদ্ধতি, প্রাথমিকভাবে কেবল একটি মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা। বেশিরভাগ কোম্পানি টিভির ম্যানুয়ালে এ পরামর্শই দিয়ে থাকে, যা কাজেও লাগে। তবে, কঠিন কোনো দাগের ক্ষেত্রে কী ব্যবহার করা উচিত, চলুন দেখে নেওয়া যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন