আইফোন বিক্রি করে দেবেন? তার আগে একটু থামুন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪, ১১:০২
বেশিরভাগ ফোনের তুলনায় আইফোনের মূল্য যেমন একটু বেশি হয়, তেমনি অ্যাপলের তৈরি পণ্যেিএকটা সুবিধাও পাওয়া যায়। সেটি হচ্ছে, এর অবচয় বা ডেপ্রিসিয়েশন কম হয়। এর সোজা মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে আইফোনের বিক্রয়মূল্য ভালো পাওয়া যায়।
অনেকেই মডের বদলানোর সময় আগের ফোনটি বিক্রি করে দেন। এটি নতুন ফোনের বাজেটে ভালোয় সুবিধা দেয়।
তবে, কারো ব্যক্তিগত তথ্য যেন অপরিচিত মানুষের হাতে চলে না যায় সে নিশ্চিত করতে আইফোন বিক্রি করার আগে ফোনের ভেতরের তথ্য সঠিকভাবে মুছে ফেলা জরুরি।
সৌভাগ্যক্রমে, এ প্রক্রিয়াটি সহজ। কেবল অ্যাপল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করলে ও ফোনের কনটেন্ট ডিলিট করলেই বেশিরভাগ তথ্য মুছে ফেলা যায়। তবে, ফোন বিক্রির আগে পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার জন্য অরিতিক্ত কিছু কাজ করা দরকার বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকরাডার।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- মোবাইল বিক্রি
- পুরোনো ফোন