নেইমার গ্যালারিতে বসে খেলা দেখলেন, মাঠে নেমে ট্রফি নিলেন
প্রথম আলো
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪, ১০:৪৯
আল ইত্তিহাদকে ৪-১ গোলে হারিয়ে সৌদি সুপার কাপ জিতেছে আল হিলাল। ইত্তিহাদের হয়ে করিম বেনজেমা খেললেও আল হিলালের নেইমার ছিলেন গ্যালারিতে। এখনো সুস্থ না হওয়া নেইমার মাঠে উপস্থিত থেকে সতীর্থদের খেলা দেখেছেন, ম্যাচ শেষে অংশ নিয়েছেন ট্রফি-উৎসবে।
ম্যাচে আল হিলালের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। অন্য দুটি গোল সালেম আল দাওসারি ও নাসের আল দাওসারির। আল ইত্তিহাদের পক্ষে একমাত্র গোলটি আবদেররাজ্জাক হামাদাল্লাহর। মরক্কোর এই ফরোয়ার্ড একটি পেনাল্টি মিসও করেন।
- ট্যাগ:
- খেলা
- সুপার কাপ
- ক্লাব ফুটবল
- নেইমার
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১২ মাস আগে