চিড়িয়াখানার ধারণক্ষমতা নেই, বিক্রি হবে ১০ প্রজাতির প্রাণী
গাধা, ঘোড়া, সাপ, জলহস্তী, বিভিন্ন পাখিসহ কিছু প্রাণীর সংখ্যা ধারণ ক্ষমতার চাইতে বেড়ে যাওয়ায় তা কমানোর উপায় খুঁজছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৮৭ একরের এ চিড়িয়াখানার ১৩৭টি খাঁচায় বর্তমানে ১৩৫ প্রজাতির ৩ হাজার ৩৪২টি প্রাণী আছে। এর মধ্যে খাঁচায় রাখার ‘অবস্থা নেই’, এমন অন্তত ১০ প্রজাতির প্রাণী কমিয়ে ফেলতে চাইছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, “বর্তমানে চিড়িয়াখানায় যে প্রাণীগুলো বাড়তি আছে, তাদের কিছু বিক্রি করা যাবে। আর বাকিগুলো হস্তান্তর করা হবে বনবিভাগের কাছে।”