কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের শুভেচ্ছা বার্তায় জিআইএফ, স্টিকার ও হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪, ২৩:২৯

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর তাই ঈদ উৎসবের ছোঁয়া লেগেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও। ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রিয়জনকে আগাম শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন অনেকে। কেউ আবার অপেক্ষা করছেন ঈদের দিনের জন্য। ঈদের নামাজ শেষে শুভেচ্ছা জানাবেন তাঁরা। জিআইএফ, স্টিকার আর হ্যাশট্যাগ ব্যবহার করে চাইলেই ঈদের শুভেচ্ছা বার্তা বা আনন্দঘন মুহূর্তের ছবিগুলোকে আকর্ষণীয়ভাবে অন্যদের পাঠানো যায়।


হোয়াটসঅ্যাপে ঈদের শুভেচ্ছা বার্তায় জিআইএফ


জিআইএফযুক্ত ঈদের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য প্রথমেই স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে নির্দিষ্ট ব্যক্তির চ্যাট বক্সে প্রবেশ করতে হবে। এরপর কি-বোর্ডের বাঁয়ে থাকা ইমোজি আইকনে ট্যাপ করতে হবে। এবার ওপরে থাকা বিভিন্ন অপশন থেকে জিআইএফ নির্বাচন করে সার্চ বারে ‘ঈদ মোবারক’ লিখলেই বিভিন্ন ধরনের জিআইএফের তালিকা দেখা যাবে। কাঙ্ক্ষিত জিআইএফটি নির্বাচন করে প্রয়োজনীয় বার্তা লিখে সেন্ড আইকনে ট্যাপ করলে জিআইএফযুক্ত ঈদের শুভেচ্ছা বার্তা চলে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও