কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দাম যতই বাড়ুক, জিডিপিতে গ্যাস, বিদ্যুৎ ও পানির অবদান নগণ্য

প্রথম আলো প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪, ২৩:০২

কয়েক মাস পরপর গ্যাস, বিদ্যুৎ পানির দাম যতই বাড়ুক, দেশের জিডিপিতে এ খাতের অবদান সবচেয়ে কম। কিছুদিন পরপর গ্যাস, বিদ্যুৎ ও পানির জন্য দেশের মানুষকে বাড়তি অর্থ খরচ করতে হলেও দেশের অর্থনীতিতে তার প্রত্যক্ষ অবদান খুব বেশি নয়।


মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবদান সবচেয়ে কম। শতাংশের হিসাবে জিডিপিতে এ খাতের অবদান মাত্র ১ দশমিক ১৭ শতাংশ। দেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান উৎপাদন খাতের। দেশের মোট জিডিপিতে এ খাতের অবদান প্রায় ২৩ শতাংশ। অর্থাৎ দেশের মোট জিডিপির প্রায় এক–চতুর্থাংশই উৎপাদন খাতের দখলে।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি ২০২৩–২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের জিডিপির যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে এ তথ্য পাওয়া গেছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর সময়কালের জিডিপিতে চলতি মূল্যে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ খাতের মূল্য সংযোজন ছিল ১৪ হাজার ৬৪০ কোটি টাকার, শতাংশের হিসাবে যা ১ দশমিক ১৭। আর এ তিন মাসে টাকার অঙ্কে উৎপাদন খাতের মূল্য সংযোজন ছিল ২ লাখ ৮৫ হাজার ৫২১ কোটি টাকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও