You have reached your daily news limit

Please log in to continue


হতাশার ম্যাচে র‌্যাঙ্কিংয়ে একটু উন্নতি মুমিনুল-জাকির-মিরাজের

শ্রীলঙ্কার বড় জয় আর বাংলাদেশের চরম ব্যর্থতার চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন মুমিনুল হক, জাকির হাসান ও মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে খানিকটা এগিয়েছেন তিনজনই। কেউ অবশ্য বড় উন্নতি করতে পারেননি, র‌্যাঙ্কিংয়ে খুব ভালো অবস্থান নয় তাদের কারও।

গত বুধবার শেষ হওয়া ওই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৪ ও দ্বিতীয় ইনিংসে ১৯ রান করেন জাকির। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন বাঁহাতি এই ওপেনার আছেন ৭৫তম স্থানে।

ওই টেস্টে প্রথম ইনিংসে ৩৩ ও দ্বিতীয় ইনিংসে ৫০ রান করে মুমিনুল এগিয়েছেন চার ধাপ। তার অবস্থান এখন ৪৬।

ওই টেস্টে বাংলাদেশের হয়ে সত্যিকার অর্থেই উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেন কেবল মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৭ রানে আউট হলেও পরের ইনিংসে ৮১ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে এখন তিনি আছেন ৮৮ নম্বরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন