‘এবার তো আর আমাদের ঈদ নেই’
প্রথম আলো
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪, ০৯:৫১
‘মেয়ে, জামাই, নাতনি—সবাই চলে গেছে। মেয়ের মা আর আমরা বেঁচে আছি। আমার পরিবারে ঈদ বলতে কিছু নেই। ঈদের কেনাকাটা করার মানসিকতাও নেই,’ কথাগুলো বলছিলেন মুক্তার আলম হেলালি।
গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুন কেড়ে নিয়েছে মুক্তার আলমের মেয়ে মেহেরুন নেসা জাহান (২৪), জামাতা শাহজালাল উদ্দিন (৩৪) ও নাতনি ফাইরুজ কাশেম জামিরার (৩) জীবন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঈদ
- ঈদ উৎসব
- নেই খুশির ঈদ