ঢেউ থেকে ‘ব্লু এনার্জি’ সংগ্রহের উপায় মিলল গবেষণায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ২২:৩৮
সমুদ্রের ঢেউ এখন শুধু সার্ফিংয়ের জন্য নয়, বরং ‘ক্লিন এনার্জি’ বা পরিবেশবান্ধব শক্তির নতুন উৎসও হতে পারে— বলছেন বিজ্ঞানীরা।
গবেষণায় সমুদ্রের তরঙ্গকে বিদ্যুতে রূপান্তরের চতুর এক উপায় মিলেছে।
এতে করে উপকূলীয় বিভিন্ন শহর থেকে শুরু করে গভীর সমুদ্রে চলাচল করা যান- সব কিছুতেই বিদ্যুৎ সরবরাহ করা যাবে। আর এটি সম্ভব হবে পরিবেশের কোনও ক্ষতি না করেই।
গবেষণা দলটির এ সাফল্যের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বিশেষ এক ডিভাইসের, যার মাধ্যমে সমুদ্রের ঢেউ থেকে ‘ব্লু এনার্জি’ আহরণ সম্ভব।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বিদ্যুৎ সরবরাহ
- সাগরের ঢেউ