You have reached your daily news limit

Please log in to continue


প্রথমবারের মতো বাংলাদেশের নাটকে অনুপমের গান

দুই বাংলাতেই বেশ জনপ্রিয় গায়ক অনুপম রায়। বাংলাদেশের ভক্তরা মুখিয়ে থাকেন এই শিল্পীর গানের জন্য। এই প্রথম বাংলাদেশের নাটকের গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। এর আগে সিনেমায় গান গাইলেও প্রথমবারের মতো ‘আদরে থেকো’ শিরোনামে ঈদের নাটকে গেয়েছেন তিনি।  

নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা নিলয় আলমগীর।

এই নাটকে কিভাবে অনুপম রায়ের গান যুক্ত করলেন গ্লিটজকে সেই গল্প শোনালেন নির্মাতা মোহন।

তিনি বলেন, “নাটকের গল্পটা নিলয় আলমগীরের সঙ্গে শেয়ার করি। তিনি কাজটি করতে চান কিনা। গল্প শোনার পর নিলয়ের সেটা ভালো লাগে। শিডিউল দেন। গল্প অনুযায়ী শুটিং করতে হবে ঢাকার বাইরে। যেহেতু নাটকের প্রযোজকও নিলয়। আমি উনাকে বলি নাটকে হৃদয় স্পর্শ করে, দর্শককে মুগ্ধ করবে এমন একটা গান দরকার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন