সরকারি সুবিধা আসায় বেসিক নিতে চায় সিটি ব্যাংক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ২১:৪৩
দুর্বল ব্যাংকের দায়িত্ব নিলে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে আর্থিক এবং নীতি সহায়তার যে ঘোষণা এসেছে, সে কারণেই দুর্দশাগ্রস্ত বেসিক ব্যাংকের দায়িত্ব নিতে চায় বেসরকারি খাতের সিটি ব্যাংক।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বতঃপ্রণোদিত একত্রীকরণ হলে বাংলাদেশ ব্যাংক ও সরকারের নীতি সহায়তা যেহেতু অনেক বেশি, তাই সবল ব্যাংক হিসেবে কোনো দুর্বল ব্যাংককে একীভূত করা যায় কি-না, তা আমরা খতিয়ে দেখছি।”
দুর্বল ব্যাংককে সবলের সঙ্গে একীভূত করার প্রক্রিয়ায় সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করেন সিটি ব্যাংকের চেয়রাম্যান আজিজ আল কায়সার। সেখানেই বেসিক ব্যাংক অধিগ্রহণের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকও সিটি ব্যাংকের এ আগ্রহকে সমর্থন দিচ্ছে।