![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252F24180606-f5c2-4c83-9977-79db0d9db008%252Fdownload__3_.jpg%3Frect%3D28%252C0%252C252%252C168%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
শতভাগ কারখানায় বেতন–ভাতা পরিশোধের দাবি বিজিএমইএর
প্রথম আলো
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ২১:৩৭
ঈদের ছুটির আগে শতভাগ পোশাক কারখানা বেতন-বোনাস পরিশোধ করেছে বলে দাবি করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিজিএমইএর সদস্যভুক্ত শতভাগ কারখানা শ্রমিকদের মার্চের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করেছে।
এদিকে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুর ১২টা পর্যন্ত বিজিএমইএর সদস্যভুক্ত ১ হাজার ৫৬১টি কারখানার মধ্যে ১ হাজার ২৮৯টি কারখানা শ্রমিকদের গত মাসের বেতন পরিশোধ করেছে। আর এসব প্রতিষ্ঠানের মধ্যে ঈদের বোনাস দিয়েছে প্রায় ৯৬ শতাংশ কারখানা। শিল্প পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত বেতন ও বোনাস পরিশোধকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে শতভাগের কাছাকাছি উন্নীত হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে