তামিমের ফেরা নিয়ে যা বলছেন প্রধান নির্বাচক

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৪, ১৫:৫২

গত বছরের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর থেকে লাল-সবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি। বর্তমানে তামিমের ফের জাতীয় দলে ফেরার বিষয়টি দেখছেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে নতুন করে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া গাজী আশরাফ হোসেন লিপুও এ নিয়ে কথা বলেছেন।


সম্প্রতি ঢাকা পোস্টের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা হয় প্রধান নির্বাচকের। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় দায়িত্ব নেওয়ার পর তামিমের সঙ্গে তার দলে ফেরা নিয়ে কোনো কথা হয়েছে কি না। জবাবে লিপু বলেন, ‘আমাদের গণ্ডির মধ্যেই রয়েছি। ফরমালি যতটুকু অথরিটি রয়েছি ততটুকুর মধ্যেই আছি। যেকোনো খেলোয়াড়ের সঙ্গেই আমাদের হাই-হ্যালো ধরনের কথা হয়। তামিমকে কে না দলে চায়, সবাই চায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও