শেষ মুহূর্তে এসে জমে উঠেছে বেচাকেনা

প্রথম আলো প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৪, ১৩:০২

ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লির পাইকারি বাজারে ঈদের বেচাবিক্রি জমে উঠেছে। শেষ সময়ে মূলত ঢাকা ও আশপাশের এলাকার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা প্রতিদিন এই পোশাকপল্লিতে ছুটে আসছেন। তাঁরা নিজেদের ক্রেতাদের চাহিদা বিবেচনা করে বিভিন্ন ধরনের পোশাক কিনে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে কেরানীগঞ্জের পোশাকপল্লির পাইকারি বাজার এখন বেশ সরগরম।


পোশাকপল্লির ব্যবসায়ীরা বলেন, রাজধানী থেকে শুরু করে সারা দেশের শপিং মল বা বিপণিবিতান, মার্কেট, হাটবাজার ও ফুটপাতের দোকানিরাও এসে তৈরি পোশাক কিনে নিয়ে যান। তাঁদের দাবি, কেরানীগঞ্জের পোশাকের দাম কম ও গুণগত মান ভালো হওয়ায় সবাই এখানে আসেন। এ কারণে সারা দেশের তৈরি পোশাকের মোট চাহিদার বড় অংশই মেটায় কেরানীগঞ্জ পোশাকপল্লি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও