কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোহাম্মদ আলীর ‘থ্রিলা ইন ম্যানিলা’র শর্টসের দাম ৪০-৬০ লাখ ডলার

প্রথম আলো প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ১৮:০০

মুষ্টিযুদ্ধে রূপকথাসম লড়াই ‘থ্রিলা ইন ম্যানিলা’য় মোহাম্মদ আলী যে শর্টস (হাফ প্যান্ট) পরেছিলেন, সেটি নিউইয়র্কে নিলামে তুলেছে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি। সাম্প্রতিক কালে খেলাধুলার বিভিন্ন স্মারক নিলামে বেশ সাড়া ফেলেছে সংগ্রাহকদের মধ্যে। সোথবি এই ব্যাপারটি আমলে নিয়েই ‘দ্য গ্রেটেস্ট’খ্যাত কিংবদন্তি মুষ্টিযোদ্ধার শর্টস নিলামে তুলেছে।


এভারলাস্ট ব্র্যান্ডের শর্টস পরে ১৯৭৫ সালে ফিলিপাইনে ‘থ্রিলা ইন ম্যানিলা’ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী জো ফ্রেজিয়ারের মুখোমুখি হয়েছিলেন মোহাম্মদ আলী। সে বছর ১ অক্টোবর অনুষ্ঠিত ম্যাচটি ১৪তম রাউন্ড পর্যন্ত গড়িয়েছিল। এরপর ফ্রেজিয়ারের কোচ এডি ফাচ রেফারিকে ম্যাচটা থামানোর অনুরোধ করলে কর্নার রিটায়ারমেন্ট (আরটিডি) হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচটি জিতে যান আলী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও