You have reached your daily news limit

Please log in to continue


‘বড়বেলা’য় কীভাবে ফিরিয়ে আনবেন ছোটবেলার ঈদ

একটা বিষয় খেয়াল করেছেন? ঈদের স্মৃতি মনে করতে গেলেই আমাদের মন চলে যায় অতীতে? ছেলেবেলায় কাটানো ঈদগুলো নিয়ে ভাবতেও আমাদের আনন্দ লাগে, সঙ্গে একটু দুঃখও কি লাগে না? এ দুঃখগুলোই আজকাল আমরা দেখি ফেসবুকে। বড় হতে হতে আমাদের ঈদও পানসে হয়ে যায়। সারা বছরের ব্যস্ততা শেষে কেউ ঈদের দিন ঘুমান। কেউ ঈদের দিন বই পড়েন, সিনেমা দেখেন। অলস সময় কাটান। ফলে ঈদ আমাদের কাছে হয়ে গেছে ভালো খাবারের সঙ্গে সাধারণ আর দশটা ছুটির দিনের মতো। অথচ এমনটা কি হওয়ার কথা ছিল?

সেই যে সারা রাত জেগে থেকে ঈদের অপেক্ষা, নতুন কাপড় লুকিয়ে রাখা বা চাঁদরাতে পটকা ফোটানো, সেমাই খাওয়া...ঈদের রাতে ভাইবোনের বিশাল বাহিনী নিয়ে গল্পের আসর বসানো। আমাদের এত রঙিন, এত আনন্দের ঈদ হুট করে এমন সাদাকালো কেন হয়ে গেল?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন