![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-04%2F37874f86-690b-4e5b-813f-1b024ca3a5ff%2Fbangabazar_eid_shopping_030424_07_1.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
বঙ্গবাজার: আগুনের সঙ্গে ‘কপাল পোড়া’ ব্যবসায়ীদের করুণ দশা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৪, ১০:০১
আগুনের এক বছরে বঙ্গবাজারের সবচেয়ে বড় যে ক্ষতি হয়েছে, সেটা হলো ক্রেতা উধাও। ঈদ মৌসুমেও বেচাকেনা করতে না পেরে চরম হতাশ ব্যবসায়ীরা।
বঙ্গবাজারে শাড়ির দোকানটি পুড়ে যাওয়ার পর পাশের এনেক্সকো টাওয়ারে দোকান নিয়ে ধার-দেনা করে ব্যবসা শুরু করেছিলেন মো. রিপন। কিন্তু সেখানে বেচা-কেনা একেবারেই কম।