মা–বাবার জন্য কোন ঈদপোশাক কিনব

প্রথম আলো প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ২১:৩৮

উপহার পেয়ে মুখ গম্ভীর করে তাঁরা হয়তো বলবেন, ‘অ্যাত টাকা খরচ করে কেন এটা কিনতে গেলে!’ তবে সেই মুখ কিন্তু অন্তরের খুশিটাকে চাপা দিতে পারবে না।


ফ্যাশন হাউসগুলো ঈদের সংগ্রহ করার সময় এখন প্রবীণদের কথাও ভাবে বিশেষভাবে। বয়স্ক পুরুষদের জন্য আছে পাঞ্জাবি-পায়জামা, ফতুয়া ও শার্ট। বয়স্ক নারীদের জন্য আছে শাড়ি, কামিজসহ অন্যান্য পোশাক। ‘রঙ বাংলাদেশ’–এর প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, ‘বয়োজ্যেষ্ঠদের সব সময় গুরুত্ব দেয় রঙ বাংলাদেশ। তাদের পোশাকসহ প্রয়োজনীয় নানা জিনিস দিয়ে সাজানো “শ্রদ্ধা” সাব সেকশন। ঈদের পোশাকে গরমকে অবশ্যই মাথায় রাখতে হয়। আর বয়োজ্যেষ্ঠরা প্রথম প্রাধান্য দেন আরামকে, সে জন্য তাঁদের পোশাকে আমরা সুতি কাপড় ব্যবহার করেছি। বিকেল বা সন্ধ্যার পর গেটটুগেদার বা দাওয়াতে যাওয়ার জন্য জমকালো কাপড় বেছে নেন সব বয়সীরাই। সেই ভাবনা থেকে বাবা–মায়েদের জন্য তাই কিছু পোশাক জমকালো, তবে আরামদায়ক করার চেষ্টা করেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও