রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত, মার্চে বেড়েছে ১০ শতাংশ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ১১:৩৪
সদ্য সমাপ্ত মার্চ মাসে রপ্তানি আয়ে ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ মাসে পণ্য রপ্তানি করে ৫১০ কোটি ২৫ লাখ মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) যার পরিমাণ ৫৬ হাজার ১২৮ কোটি টাকা। গত বছরের মার্চের চেয়ে এ আয় ১০ শতাংশ বেশি।
আগের মাস ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছিল ৫১৮ কোটি ৭৫ লাখ ডলার। সেই মাসেও গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছিল। এর আগে জানুয়ারি মাসেও রপ্তানিতে ইতিবাচক ধারা ছিল।