বিশ্বে ত্রাণকর্মীদের জন্য এখন সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা
বিশ্বে মানবিক ত্রাণকর্মীদের জন্য এ মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠেছে গাজা। ইসরায়েলের বিমান হামলায় সবশেষ এনজিও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) এর সাত কর্মী নিহত হয়েছেন।
ইসরায়েল-হামাস যুদ্ধের ৬ মাসে ত্রাণকর্মীদের এ মৃত্যুই প্রথম নয়। এর আগেও যুদ্ধের শুরু থেকে অন্তত ১৯৬ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন বলে পরিসংখ্যান দিয়েছে এইড ওয়ার্কার সিকিউরিটি ডাটাবেজ (এডব্লিউএসডি)।
মানবিক ত্রাণকর্মীদের বিরুদ্ধে সহিংসতার বড় বড় সব ঘটনার রেকর্ড রাখে এডব্লিউএসডি। তাদের তথ্যমতে, গত বছর ১৬১ জন ত্রাণকর্মী নিহত হয়েছিল। ত্রাণকর্মীদের জন্য এযাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী বছর ছিল সেটি।
গাজায় সবচেয়ে বেশি ত্রাণ কাজ পরিচালনা করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএসআরডব্লিউএ)। যুদ্ধের মধ্যে এই সংস্থার কর্মীরাই সবচেয়ে বেশি নিহত হয়েছে।