রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মতামত বিবেচনা করবেন
স্বাধীনতার পর ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম—চারটি বিশ্ববিদ্যালয় নিয়ে পৃথক অধ্যাদেশ বা আদেশ জারি করা হয়। সে সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আইন মন্ত্রণালয়ে যান তাঁদের বিশ্ববিদ্যালয়ের জন্যও একই রকমের অধ্যাদেশ করে দিতে।
কিন্তু সেটি হয়নি। বুয়েট ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ধরন আলাদা। আমি মনে করি, এ ধরনের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অন্য বিশ্ববিদ্যালয়ের মতো হওয়া উচিত নয়। বুয়েটে পড়ানোর ধরন, শিক্ষক–শিক্ষার্থীদের সম্পর্কের ধরন আলাদা। এখানে শিক্ষার্থীদের সঙ্গে পড়ানোর বাইরে রাজনীতিবিষয়ক আলাপ শিক্ষকদের সঙ্গে সাধারণত হয় না।