![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-04%2F37d54d5f-9f8a-434b-8914-899f8e41914a%2Fchhatraleague_shaheed_minar_310324_03.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
বুয়েটে ছাত্র রাজনীতির বাধা কাটল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ১৪:৫৭
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ২০১৯ সালে জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।এর ফলে দেশে প্রেকৌশল শিক্ষার শীর্ষ এ বিদ্যাপীঠে ছাত্র রাজনীতি চর্চায় আর কোনো বাধা থাকছে না বলে আইনজীবীরা জানিয়েছেন।