ফলো-অন এড়াতে আর কত রান দরকার বাংলাদেশের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ১৪:০০
একই ওভারে সাকিব আল হাসান এবং লিটন দাসের উইকেট হারিয়ে চাপের মুখেই পড়েছে বাংলাদেশ। চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে দিনের শুরটা খানিক ভালো হলেও আচমকা ধসে পথ হারিয়েছে স্বাগতিকরা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এখন ফলো-অনের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। ফলো-অনের নিয়ম অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের দরকার ১৯৯ রান।
এমসিসির ১৪.১.১ আইন অনুযায়ী, ৫ দিনের টেস্টে কোন দলের তুলনায় ২০০ বা তারচেয়ে বেশি লিড পেলেই একটি দল তার প্রতিপক্ষকে ফলো-অনে পাঠাতে পারে। সেই হিসেবে ৫৩১ রান করা শ্রীলঙ্কার বিপক্ষে ফলো-অন এড়াতে বাংলাদেশের দরকার ৩৩১ রান। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৩২। উইকেট হারিয়েছে ৬টি। ক্রিজে আছেন দুই ব্যাটার শাহাদাত হোসেন দীপু এবং মুমিনুল হক।